- Published on
৩.) Liskov Substitution Principle (LSP)
এই প্রিন্সিপলটি Barbara Liskov এর নামে করা হয় যিনি ১৯৮৭ এ behavioral subtyping নামে একটি ধারণাকে পরিচিত করেন। এই প্রিন্সিপল অনুযায়ী প্রত্যেক সাবক্লাস এমন হবে যে সাবক্লাস অবজেক্ট দিয়ে এর প্যারেন্ট ক্লাস অবজেক্ট কে যেন প্রতিস্থাপন করা যায় যাবে করে সফটওয়্যার এর ফাঙ্কশনালিটি নষ্ট না হয়।